ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন বুড়াই গ্রামে শ্রী সাগর কুমার দাস এর বসত বাড়ী থেকে চোলাই মদসহ তাকে গ্রেফতার করেছে।
সে একই গ্রামের শ্রী রবিন কুমার দাসের ছেলে। উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে ৭ বোতল কেরু ব্যান্ডের বিভিন্ন মদ ও ভোটকা উদ্ধার করে।যার মধ্যে বাংলাদেশী ইম্পেরিয়াল হুইসকি-৩লিটার,কেরু ব্যান্ডী-১.৫ লিটার,ভোটকা-পোনে এক লিটার এবং ১লিটার চোলাই মদ রয়েছে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।২০মার্চ রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তÍর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।