ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনকে হত্যা পরিকল্পনার অভিযোগে রনি মিয়া(৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দিবাগত রাতে উপজেলার সাধুহাটি গ্রামের বাড়ি থেকে রনি নামক এক যুবক কে আটক করা হয়। আটককৃত রনি একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। আটক করাকালীন তার কাছ থেকে একটি পিস্তল,দুই রাউন্ড গুলি ও দুইটা হাত বোম পাওয়া গেছে।