ঝিনাইদহে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজার সংলগ্ন ষ্টার ২ ভাটার মালিকের ছেলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী জুবায়ের আহমেদ রকি (২৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সে সাগান্না ইউনিয়নের ষাটতলা গ্রামের মোঃ তাইজুল ইসলামের ছেলে। থানা সূত্রে জানা গেছে,রকি ভাটা চালাতে গিয়ে অগ্রিম ইট বিক্রয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নেয়,পরে ইট দিতে গিয়ে নানা রকম টালবাহানা করে।এভাবে সে অনেক লোকের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে সদর থানার এস আই ইয়াসিন আলি জানান,রকি ১ বছরের সাজা প্রাপ্ত আসামি,চেক প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান,জুবায়ের আহমেদ রকি ১ বছরের সাজা প্রাপ্ত আসামি।সে অনেক দিন পালিয়ে ছিল।আজ গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে।
এদিকে কিছু দিন আগে তাদের বাপ-বেটার নামে ভাটায় শ্রমিক আটকিয়ে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। এই বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।