• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:০৭ অপরাহ্ন

ঝিনাইদহে চলছে কঠোর লকডাউন,গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭,মৃত্যু ৬ জন

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ / ৪৮ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ঝিনাইদহে করোনা সংক্রমনের হার ও রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে । গত ২৪ ঘন্টায় জেলায় ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৩৯.৭৫ ভাগ।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান,বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৪৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৭ জনের ফলাফল পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৪শ ৪২ জনে। যা গত জুনের ১তারিখে ছিল ২হাজার ৯শ ১৪জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯৪ জনে যা গত ১জুনে ছিল ৫৫জন। এছাড়া ইফার তথ্যমতে উপসর্গ নিয়ে জেলায় আরও প্রায় ২০জনের মৃত্যু হয়েছে।
সংক্রমন প্রতিরোধে সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলায় কঠোর লকডাউন পরিচালিত হচ্ছে। সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসক,পুলিশ সুপার,নির্বাহী ম্যাজিস্ট্রেট,বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ,র‍্যাব,বিজিবিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে রয়েছে। তবে সকাল থেকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় মানুষের আগমন প্রায় ছিলই না,যারা বের হবার চেষ্টা করেছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1