ঝিনাইদহ সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়নে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ২শত চা দোকানীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া এ সহায়তা প্রদান করা হয়।উক্ত সহায়তা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ এ সকল চা দোকানীদের মাঝে ১০কেজি চাউল,১কেজি তেল,১কেজি মসুরির ডাউল,১কেজি ৫০০ গ্রাম আলু ও ৫০০গ্রাম লবণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তার প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুজন কুমার সরকার,ইউপি সচিব প্রতাপ বিশ্বাস,ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।করোনার এই ক্রান্তিকালে ক্ষতিগ্রস্থ চা দোকানীরা প্রধামন্ত্রীর উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন।