ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের আবাসিক ছাত্র আখতারুজ্জামান সবুজের মা দীর্ঘ ২৫ দিন করোনা আক্রান্ত হয়ে খুলনা গাজী হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
১২ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাত ১০ টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন রেজার সহযোগিতায় তার নিজ বাসভবন কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বেলাট গ্রামে দাফন সম্পূর্ণ করা হয়।
গভীর রাতে বৃষ্টিতে ভিজে লাশ দাফনে সরাসরি অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন রেজা, ঝিনাইদহ জেলা ছাত্রলীগ,কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ বিষয়ে তুহিন রেজা বলেন,”করোনা মহামারীর শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সারাদেশে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনে অংশ নিয়েছে।আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।