ঝিনাইদহে থামছেইনা করোনা সংক্রমনের হার ও করোনা রোগীর মৃুত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু বরন করেছে ৩ জন। এছাড়া উপসর্গ নিয়ে বিভিন্ন উপজেলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে । আক্রান্তের হার ৪৪.৯০ ভাগ।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৩২ জনের ফলাফল পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৫শ ৭৪জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯৭ জনে। ইসলামী ফাউন্ডেশনের তথ্য মতে তারা গত ১ জুলাই ১০৫তম লাশের দাফন সম্পন্ন করেছে।
সংক্রমন প্রতিরোধে ঝিনাইদহে কঠোর লকডাউন চলছে। জেলা শহর শুরু করে অন্য ৫ উপজেলা শহরেও সেনা টহল জোরদার করা হয়েছে। সাথে রয়েছে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব সহ অন্যান্য স্বেচ্চাসেবী সংগঠন। শহরে কোন যানবাহন চলছে না নিত্য-প্রয়োজনীয় পণ্য ছাড়া সকল প্রকার ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আজও রয়েছে বৃষ্টির থাবা, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেও মাঠে রয়েছে জেলা প্রশাসক মজিবর রহমান, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মোর্শেদুল হাসান পিএসসি, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।