ঝিনাইদহে সারা দেশের ন্যায় শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী। শনিবার সকালে সদর উপজেলার ৯নং পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণসহ অন্যান্যরা।
ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, সারাদেশের ন্যায় জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় পরীক্ষামুলক ভাবে এ টিকাদান চলে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটি ইউনিয়নের ১টি কেন্দ্রে ৩টি বুথে টিকা প্রদাণ করা হয়।
গণটিকাদান কর্মসূচির পরিক্ষামূলক দিনে, প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড় ছিলো উপচে পড়া।