ঝিনাইদহে কোরনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা আইসোলেশনে সিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
তিনি ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং শহরের ব্যাপারী পাড়ার আব্বাস উদ্দীন সড়কের বাসিন্দা।
ঝিনাইদহ সিভিল সার্জনের করোনা সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু’র সংখ্যা দাড়াল ৩৭জনে। এছাড়া গত কাল ৮জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত জেলায় মোট সনাক্তের সংখ্যা ২১২৬ জন।