ঝিনাইদহে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণারের উদ্বোধন করা হয়েছে। এখান থেকে ১০থেকে ১৯বৎসর বয়সী ছেলে-মেয়েরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বুধবার দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নতুন এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি থেকে কর্ণারের উদ্বোধন করেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ শহীদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহাসীন উল আলম সহ অত্র কেন্দ্র ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ জাহিদ আহমেদ বলেন, স্বাস্থ্যসেবায় যুগান্তকারী একটি সিদ্ধান্ত স্বাস্থ্যসেবা কর্ণার। এখান থেকে অন্যান্য সেবার পাশাপাশি কৈশোরকালীন ছেলে-মেয়েরা সেবা, তথ্য ও পরামর্শ, রেফারেন্স গ্রহণ করতে পারবেন। বিশেষ করে মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ও মানসিক কিছু সমস্যা দেখা যায়। এখন সমস্যার কথাগুলো বলে ভালো মানের সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায় ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে এ স্বাস্থ্যসেবা কর্ণার চালু করা হবে।
সেবা নিতে আসা সঞ্চিতা জোয়ার্দ্দার নামে ১০ম শ্রেণির এক ছাত্রী বলেন, সেবাকেন্দ্রের ভিতর কৈশোরকালীন ছেলে-মেয়েদের কথা চিন্তা করে স্বাস্থ্যসেবা কর্ণার চালু হওয়ায় অনেক ভালো লাগছে। নিজেদের মত করে সুবিধা-অসুবিধার কথা আমরা বলতে পারছি। সেই সাথে ভালো মানের সেবা পাচ্ছি।
এসময় উপস্থিত মেয়েদের মাঝে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন প্রদান করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ঝিনাইদহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।