• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণারের উদ্বোধন

শেখ হৃদয় আহমেদ,ঝিনাইদহ: / ১৪৭ Time View
আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
rbt

ঝিনাইদহে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণারের উদ্বোধন করা হয়েছে। এখান থেকে ১০থেকে ১৯বৎসর বয়সী ছেলে-মেয়েরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বুধবার দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নতুন এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি থেকে কর্ণারের উদ্বোধন করেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ শহীদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালিউর রহমান। এছাড়াও  উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মহাসীন উল আলম সহ অত্র কেন্দ্র ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ জাহিদ আহমেদ বলেন, স্বাস্থ্যসেবায় যুগান্তকারী একটি সিদ্ধান্ত স্বাস্থ্যসেবা কর্ণার। এখান থেকে অন্যান্য সেবার পাশাপাশি কৈশোরকালীন ছেলে-মেয়েরা সেবা, তথ্য ও পরামর্শ, রেফারেন্স গ্রহণ করতে পারবেন। বিশেষ করে মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ও মানসিক কিছু সমস্যা দেখা যায়। এখন সমস্যার কথাগুলো বলে ভালো মানের সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায় ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে এ স্বাস্থ্যসেবা কর্ণার চালু করা হবে। 

সেবা নিতে আসা সঞ্চিতা জোয়ার্দ্দার নামে ১০ম শ্রেণির এক ছাত্রী বলেন, সেবাকেন্দ্রের ভিতর কৈশোরকালীন ছেলে-মেয়েদের কথা চিন্তা করে স্বাস্থ্যসেবা কর্ণার চালু হওয়ায় অনেক ভালো লাগছে। নিজেদের মত করে সুবিধা-অসুবিধার কথা আমরা বলতে পারছি। সেই সাথে ভালো মানের সেবা পাচ্ছি। 

এসময় উপস্থিত মেয়েদের মাঝে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন প্রদান করা হয়। 

অনুষ্ঠানটির আয়োজন করে ঝিনাইদহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1