ঝিনাইদহ কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহর নিজ উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেছেন। সদর উপজেলার ১২নং দৌগাছি ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে আর্থিক এ অনুদান প্রদান করা হয়।
কলমনখালী কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মোহাম্মদ আলী জিন্নাহ এ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দু কুমার বিশ্বাস, সহকারি প্রধান শিক্ষক ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা পলাশ বিশ্বাস, যুবলীগ নেতা মাসুদুর রানা, আব্দুল মান্নান বিশ্বাস, জিল্লুর রহমান সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফিরোজ শাহী।
প্রধান অতিথির বক্তব্যে, মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছে, এদেশের একটি মানুষও অনাহারে থাকবে না। আজকের ন্যায় আগামী দিনে প্রধানমন্ত্রীর দেখানো পথে থেকে দোগাছি ইউনিয়নবাসীর পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।