ঝিনাইদহে জাতীয়তাবাদী কৃষক দল এবং বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করে কৃষক দল খুলনা-বরিশাল বিভাগ ও জেলা বিএনপি।
অনুষ্ঠানে ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষবিদ হাসান জাফির তুহিন এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) আনোয়ারুল ইসলাম বাদশা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ।
এসময় বক্তারা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে বলেন, দেশ আজ দূর্নীতিতে ছেয়ে গিয়েছে। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। এর থেকে মানুষ মুক্তি চাই। অবিলম্বে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানুষকে মুক্তি দিন।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।