ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ
পিকে নিউজ ডেস্ক, ঝিনাইদহঃ
ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বিভিন্ন প্রকার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে সার ও বীজ বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যাণ) মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম। পরে সদর উপজেলার ৩’শ ২৫ জন কৃষককে উন্নত মানের ৫ কেজি ডালবীজ ও বিভিন্ন প্রকার ১৫ কেজি রাসায়নিক সার প্রদাণ করা হয়।