ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের নাথকুন্ডু গ্রামে লাটাহাম্বা গাড়ির ডালায় আঘাত লেগে তামিম (৮) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাথকুন্ডু গ্রামে যাওয়ার রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তামিম নাথকুন্ডু গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে। জানা গেছে রাস্তার পাশের একটি বাড়ির জরাজীর্ণ প্রাচীরের উপরে উঠে কুল গাছ থেকে কুল পাড়তে গিয়ে অসাবধানতাবশত প্রাচীরের কয়েকটি ইট খুলে পড়ে যাওয়ার সময় ঘুরাতে যাওয়া লাটাহাম্বারের ডালায় আঘাত লেগে গুরুত্বর আহত হয় তামিম। তাকে স্থানীয় ডাকবাংলা বাজারের একটি হাসপাতালে আনার সময় পথেই তামিম মারা যায়।
এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এস আই বিল্লাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।