ঝিনাইদহে চাঞ্চল্যকর কিশোর হুসাইন হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান জিহাদীসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে শহরের আদর্শপাড়া থেকে র্যাব তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান,গত ২রা মার্চ ঝিনাইদহের মান্দার বাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিলে গিয়ে একে অপরের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে জিহাদী ও হুসাইন এর মধ্যে তুমুল বাক বিতন্ডার ঘটনা ঘটে।
পরে প্রধান আসামী জিহাদী ও তার কিশোর গ্যাং এর কয়েকজন সহযোগী মিলে হুসাইন সহ তিনজনকে এলোপাতারী ভাবে ছুরিকাহত করে আহত করে। স্থানীয়রা হুসাইন সহ অপর দুই আহত জুলফিকার ও ফিরোজ কে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে আহত হুসাইন ও জুলফিকারকে ফরিদপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখনে চিকিৎসারত অবস্থায় ৩রা মার্চ ভোর রাতে আহত হোসাইন মৃত্যুবরণ করে।
এই ঘটনায় নিহতের পিতা মনিরুল ইসলাম ৪মার্চ জিহাদীকে প্রধান আসামী করে ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে । এর পর থেকে আসামীদের আটকের জন্য র্যাব ও পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত প্রধান আসামী জিহাদী সহ মোট চার আসামীকে গ্রেফতার করে।