ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু, জেলা প্রশাসকের নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মৃতদেহ দাফন
প্রতিনিধি, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর হাসপাতালের করোনা সাসপেক্টটেড ইউনিটে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ৪২তম মৃতদেহের দাফন কাফন সম্পন্ন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের দিক নির্দেশনা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এই মহতি কাজটি করে যাচ্ছেন।মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা সাসপেক্টটেড ইউনিটে যাদের মৃত্যু হয়েছে এরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেন(৭৫) ও যশোর ভায়না গ্রামের মোহন দাস(৪৭)। তারা দু’জনই সর্দ্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা সাসপেক্টটেড ইউনিটে ভর্তি হয়েছিলেন। করোনা উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন’র উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের তত্ত্বাবধানে হরিণাকুন্ডু উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু হানিফের নেতৃত্বে লাশ দাফন কমিটির মাধ্যমে স্থানীয় গোরস্থানে দুপুর ২টার দিকে মরহুম মোফাজ্জেল হোসেনের মৃতদেহ দাফন করা হয়।