• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহে কমছে আক্রান্তের সংখ্যা, চলছে কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহঃ / ৩২ Time View
আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১

ঝিনাইদহে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সকাল ১০টায় কুষ্টিয়া ল্যাব থেকে ৫৯টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৭জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদরে ১১জন, শৈলকুপায় ২জন, কালীগঞ্জে ৩জন ও কোটচাঁদপুরে রয়েছে ১জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১’শ জনে। নতুন করে ১৭ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৫’শ ৯১ জনে।

এদিকে লকডাউনের তৃতীয় দিনে চলছে কঠোর ভাবে। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসন।

শনিবার সকাল থেকেই শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, হামদহসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। শহরের আগতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। দোকান-পাট, ব্যবসায় প্রতিষ্ঠান যেন খোলা না হয় এ জন্য অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

যশোর সেনানিবাসের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার বলেন, আমাদের ৩য় দিনের পেট্টোল এ্যাকিভিটির অংশ হিসেবে কাজ করছি। যারা বাইরে বের হচ্ছে তারা স্বাস্থ্যবিধি মানছেন কি না? সামাজিক দুরত্ব মানা হচ্ছে কি না? এই বিষয়টি লক্ষ্য করছি। তাছাড়াও জরুরী পরিসেবা বাদে যে সমস্ত গাড়ি চলছে তাদের সঠিক কারণ যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, তাদের সাথে সমন্বয় করে একসাথে কাজ করে, সরকারি যে নির্দেশনা আছে তা কার্যকরে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1