ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর এলাকা থেকে ওয়ান শুটারগান,গুলি,কার্তুজ ও বেশকিছু নগদ টাকা সহ দুই জনকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে আবুবক্কর ছিদ্দিক (৪০) এবং একই উপজেলার মান্দারতলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সাগর হোসেন (৩৫)।
ঝিনাইদহ র্যাব-৬ এর এক প্রেস নোটের মাধ্যমে জানান,অস্ত্রধারী একদল সন্ত্রাসী অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দখলপুর গ্রামে অভিযান চালায় র্যাব। এসময় ওই এলাকা থেকে আবুবক্কর ছিদ্দিক ও সাগর হোসেনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।পরে তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান,৪ রাউন্ড গুলি,১টি মোটর সাইকেল,মোবাইল ফোন ও কিছু নগদটাকা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।