ঝিনাইদহে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে, শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, সচিব রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকার বিভাগ’র উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন।
এছাড়াও সরকারি, বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের উপর আলোকপাত করেন। সেই সাথে তুলে ধরেন এর গুরুত্ব ও তাৎপর্য।
এর আগে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পাঠ করা হয়। পরে ৭ই মার্চের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।