ঝিনাইদহে ঐতিহাসিক ৭ই মার্চে বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১১টায় এ সকল কর্মসূচি পালন করে সংগঠনটি।
দিনটি উপলক্ষে শহরের পায়রা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে প্রেরণা-৭১ গিয়ে বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির নেতা-কর্মীরা। পরে পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান এম হারুন-অর-রশীদ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।