ঝিনাইদহ এসএসসি-৯৪ বন্ধু ব্যাচের উদ্যোগে ১হাজার ২শত অসহায় দুস্থ মানুষের মাঝে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদাণ করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি অসহায় দুস্থ রুগীদের দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ঔষধ।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘ঝিনাইদহ এসএসসি-৯৪’ বন্ধু ব্যাচের শিক্ষার্থীরা এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। জাহেদী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পে ঝিনাইদহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ৬জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদাণ করেন। তারা হলেন মেডিসিন বক্ষব্যাধি এ্যাজমা ও ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল ইসলাম রেজা,মেডিসিন ও হৃদরোগ,বাত ব্যাথা রোগে অভিজ্ঞ ডাঃমোঃ আবু বকর সিদ্দিক, নবজাতক,শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ আলী হাসান ফরিদ,গাইনি,প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ ফারহানা শারমিন,বি সি এস (স্বাস্থ্য) ডাঃ রফিকুল ইসলাম ও বি সি এস (স্বাস্থ্য) ডাঃ ফারজানা জাহান।
সকালে এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এম এ লতিফ জাহেদী প্রজ্জল,সাজ্জাদুর রহমান খান,মোঃ সোহেল রানা, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা আসাফ-উদ-দৌলা মাসুম, সাইফুর রহমান শিপলু, তানভীর আহমেদ রনি, মীর ফজলে এলাহি শিমুল,আওয়াল,কাদের,আনম,মিটনসহ ৯৪ ব্যাচের সকল বন্ধুরা উপস্থিত ছিলেন। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে সদর উপজেলার দোগাছি, পদ্মাকর, পোড়াহাটি ও হরিশংকরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১হাজার ২শত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামুল্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ইসিজি পরীক্ষা শেষে ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান শেষে বন্ধু প্রজ্জল মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ গাছ রোপন করে বর্ষা মৌসুমে ১হাজার ৫শত বিভিন্ন ধরনের বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন।