ঝিনাইদহ সদর পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে অবস্থিত চুয়াডাঙ্গা দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ১২৫জন এতিম ছাত্রদের দুপুরের খাবার ব্যবস্থা করেন হ্যাপি ক্লাব।
ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিমাসে অসহায়,দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিমাসের ন্যায় শুক্রবার দুপুর ২টার সময় এতিমখানার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার খাওয়ানোর আয়োজন করে। ছাত্রদের মাঝে খাবার পরিবেশনের সময় উপস্থিত ছিলেন ,ঝিনাইদহ কেসি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও হ্যাপি ক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ আলী পিকু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ,কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজানুল হক রিপন ,হ্যাপি ক্লাবের সভাপতি রাশিদ নাইব অনিক,সাধারন সম্পাদক আজম ইয়ামিন,সিনিয়র সদস্য ইমরোজ,ইমেজ কাইসার,সাংবাদিক জাহিদ হোসেন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মাদ্রাসাটি ১৯শতক জমির উপর প্রতিষ্ঠিত। ৫জন শিক্ষক ও ৮ সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ১২৫জন ছাত্র পড়ালেখা করছে। প্রতিষ্ঠানটি চলে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়। মিলাদের পর শিক্ষক,ছাত্রদের মাঝে খাবার পরিবেশন করা হয়। উন্নতমানের ভালো খাবার পেয়ে শিক্ষক ও ছাত্ররা আনন্দ প্রকাশ করেন।