• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন

ঝিনাইদহে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি / ৬৫ Time View
আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে বাড়ির পেছনের খাল থেকে পীরআলী (৩৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৭টায় নলভাঙ্গা গ্রামের নিজ বাড়ির পিছনের একটি খালে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
পীরআলী একই গ্রামের সামছুল হকের ছেলে। সামছুল হক জানান, আগেরদিন রাত ৮টার দিকে তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায় পরে আর বাড়িতে না ফিরলে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরদিন সকালে তার মরদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেন এক ভাই।

স্থানীয়ভাবে জানা যায়, পীরআলী ওই গ্রামের বাঁওড়ের নৈশপ্রহরী ছিলেন। তিনি সামছুল হকের দ্বিতীয় পুত্র। আরও জানা যায়, ২০১৬ সালের একটি মামলার স্বাক্ষী ছিলেন, পরবর্তীতে আসামীরা জামিনে এলে তাকে স্বাক্ষী না দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায় এ কারণে ২০দিন আগে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলেন তিনি। পীরআলীর একটি দেড় বছরের ছেলে ও পাঁচ বছরের মেয়ে রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতলেবুর রহমান জানান, পীরআলীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1