ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(স.) পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় হাম/নাত, রচনা প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণ, দোয়া ও মাহফিল।
ঈদ-ই-মিলাদুন্নবী(স.) এর অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক শেখ মোঃ সুরুজ্জামান।
পরে ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উপলক্ষে দোয়া করা হয়।
আয়োজন করে জেলা শিশু একাডেমি।