ঝিনাইদহে ইমাম ও পুরোহিতদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে
খাদ্যসামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের উজির আলী স্কুল মাঠে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা পুলিশ। সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম।
এসময় শহরের বিভিন্ন এলাকার শতাধিক মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাঝে চাল, ডাল, আলু, তেল লবনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।