• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন

ঝিনাইদহে ইজিবাইব ও রিকসা-ভ্যান চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

মোঃ শাহানুর আলম, ঝিনাইদহ / ১০৪ Time View
আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১

ঝিনাইদহে করোনায় দুই সপ্তাহের লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী পাওয়ায় ইজিবাইক চালক,হকার,ভ্যান ও রিকসা চালকদের মাঝে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। গাড়িতে করে খাবার এনে প্রত্যেক ব্যক্তির হাতে হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মজিবর রহমান। আজ রবিবার দুপুরে ঝিনাইদহ বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে ইজিবাইক চালক, পত্রিকা বিক্রেতা,হকার,ভ্যান ও রিকসা চালক,শ্রমিকসহ ১২শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী এবং নগদ ৩০০করে টাকা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সেলিম রেজা,উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন,জেলা তথ্য অফিসার আবু বকর,এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এব্যাপারে জেলা প্রশাসক মজিবর রহমান জানান,করোনার সময়ে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যে কারনে আমি নিজেই ইজিবাইক চালক,হকার,ভ্যান-রিকসা চালকসহ সকল কর্মহীন পরিবারগুলির মাঝে খাদ্য সাহগ্রী দেওয়া অব্যাহত রেখেছি এবং যারা আমার কাছে আসছে তাদেরকেও আমি সাথে সাথে খাবার দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে জেলার ৬টি উপজেলায় আমি সার্বক্ষনিক মনিটরিং করছি এবং আমি নিজে গিয়ে খাবার সরবরাহ করে আসছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ১০০% বাস্তবায়নের চেষ্টা করছি। এ জেলায় কেউ অভুক্ত থাকবে না বলে আমি বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1