ঝিনাইদহে ইজিবাইকের এলইডি লাইট অপসারণে ট্রাফিক পুলিশের অভিযান
ঝিনাইদহ প্রতিনিধিঃ
চোঁখের জন্য ক্ষতিকর ও দুর্ঘটনা এড়াতে এলইডি লাইট অপসারণে অভিযান শুরু করেছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা।ট্রাফিক ইনচার্জ সালাহউদ্দিন জানান, এলইডি লাইট চোখের রোটিনার জন্য মারাত্বক ক্ষতিকর। পুলিশ সুপার মো: হাসানুজ্জামান’র নেতৃত্বে জেলা ট্রাফিক পুলিশ অভিযান শুরু করেছে। রবিবারের অভিযানে বিভিন্ন সড়কে চলাচলকারী শতাধিক ইজিবাইকে লাগানো এলইডি লাইট অপসারণ করা হয়। এর আগে অনিয়মের অভিযোগে ২৬ টি মোটর সাইকেল মালিকের বিরুদ্ধে মামলা ও কাগজ না থাকায় ৮ টি মোটর সাইকেল আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন।অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ইমরান হোসেন খান, নুরুল ইসলাম, কনক হালদার উপস্থিত ছিলেন।