ঝিনাইদহে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী ও শেষ নবী মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গাত্বক চিত্র প্রদর্শণে নিন্দা ও প্রতিবাদে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের পায়রা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যুব সংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ আসাদুল্লাহ, জেলা সাধারন সম্পাদক হারুনুর রশিদ, জেলা যুব সংঘের সভাপতি হুসাইন কবির, সোনা মনির পরিচালক নজরুল ইসলাম, আল-আওন এর সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।