ঝিনাইদহে আশ্রয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
পিকে নিউজ ডেস্কঃ
ঝিনাইদহে আশ্রয়ের উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পরা ৫০ টি পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকাল ৪.০০ টার সময় পৌর ইকোপার্কে আশ্রয় সংগঠনের সভাপতি শুভ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, সমাজসেবক জোয়ার্দ্দার সাজেদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবন্দ উপস্থিত ছিলেন। আর্থিকভাবে অস্বচ্ছল ৫১ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করেন অতিথিবৃন্দ।নতুন পোশাক পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দ প্রকাশ করে।