• বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন

ঝিনাইদহে আলোচিত আবন হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ১৪১ Time View
আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২

ঝিনাইদহের আলোচিত আবন হত্যা মামলার একজন পলাতক আসামীকে সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার র‍্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,র‍্যাবের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে আবন হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামী তারিক মন্ডল এর অবস্থান নিশ্চিত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রবিবার( ২৭ মার্চ) রাত সাড়ে তিনটার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর এলাকা থেকে এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার ভূক্ত অন্যতম পলাতক আসামী মো: তারিক মন্ডল (২৮) কে গ্রেপ্তার করে।সে পৌরসভার খাজুরা স্কুলপাড়ার নিয়ামত মন্ডলের ছেলে।গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই নৃশংস আবন হত্যা মামলায় অন্যান্য আসামী ও তার সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য যে,গত ১৩ই মার্চ ঝিনাইদহ জেলার সদর থানার খাজুরা হিন্দু পাড়া এলাকায় দুই বছর পুর্বের হত্যার জের ধরে আবন মন্ডল (৪৮) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।দীর্ঘ দুই বছর পূর্বে একই এলাকার প্রতিপক্ষের এক জনকে এই আবন মন্ডল হত্যা করেন বলে জানা যায়।তারই জের ধরে এলাকার গোলাম বারীর ছেলে রিপন হত্যা মামলার প্রধান আসামি আবন মন্ডলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।আবন প্রতিদিনের মতই নিজ কর্মস্থলের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল।এসময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষ আসামীরা মোটরসাইকেলের গতিরোধ করে প্রকাশ্য দিবালোকে আবনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে তার ছেলে মো:শাহীন হোসেন বাদী হয়ে ১৩ মার্চ ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1