পি.কে ডেক্স, ঝিনাইদহঃ
ঝিনাইদহে আ’লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের মকবুল হোসেন প্লাজার তৃতীয় তলায় ফুড সাফারী রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ শিশু পার্ক সংরক্ষণে আদালতের আদেশ এবং মামলা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এক পর্যায়ে দুপুরে সভা শেষে বেলা’র নেতৃবৃন্দ মকবুল হোসেন প্লাজার নিচে নেমে আসলে তাদের সাথে আ’লীগ নেতৃবৃন্দের কয়েকজনের সাথে কথা-বার্তা বলার একর্পযায়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়।
প্রতক্ষদর্শীরা জানান বিষযটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সেখানে উপস্থিত আ’লীগের আরো একটি পক্ষের সাথে আর এক পক্ষের সাথে উচ্চ বাক্য বিনিময় ও ধস্তা-ধস্তি ও লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষর সমর্থক নেতা-কর্মীরা শহরের এইচ এস এস সড়কে সংষর্ঘে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দু’গ্রুপের অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।