ঝিনাইদহে আরো ৭ জন করোনা রোগী সনাক্ত শ্বাসকষ্ট ও সর্দিজ্বর নিয়ে কিশোরের মৃত্য
সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
ঝিনাইদহে ১ জন চিকিৎসক, ২জন স্বাস্থ্যকর্মীসহ আরো ৭জন করোনা রোগী সনাক্ত হয়েছে। রোববার সকাল ১১ টার দিকে এই ফলাফল পৌছানোর পর সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় ৯ জন করোনা রোগী সনাক্ত হলো।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৪ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ জনের করোনা পজেটিভ এসেছে।
বিষয়টি নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে করোনা সেলের মুখপাত্র চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রোববার যে ফলাফল এসেছে তার মধ্যে ঝিনাইদহ সদরে পৌর এলাকার গীতাঞ্জলি সড়কে একজন নারী ও পোড়াহাটি ইউনিয়নে একজন পুরুষসহ ২ জন, কালীগঞ্জ উপজেলায় একজন ডেন্টাল সার্জনসহ ২ জন, মহেশপুরে ১ জন স্বাস্থ্যকর্মী, কোটচাঁদপুরে ২১ বছরের এক যুবক ও ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বসবাসরত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানবিদ রয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ জেলায় ৯ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো। এদিকে ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘন্টার ব্যবধানে ৯ জন করোনা রোগী সনাক্ত হওয়ায় মানুষের মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে।
এদিকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে শৈলকুপার গোলকনগর গ্রামের আব্দুল গফুরের প্রতিবন্ধি ছেলে শিপনের (১৪) মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোরে পাঠানো হয়েছে। সদর হাসপাতালের আরএমও ডাঃ অপুর্ব কুমার জানান, কিশোরটি ছিল প্রতিবন্ধি। তবে তার শ্বাসকষ্ট ও সর্দিজ্বর ছিল।