ঝিনাইদহে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা’র আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা।
দিবসটির কর্মসূচিতে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা পরিষদ সচিব সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম রায়হান, জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান দিপ্তী রহমান, নারী ফেডারেশনের সভাপতি নাসরিন ইসলাম সহ বিভিন্ন শ্রেণির মানুষ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।