ঝিনাইদহে “টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। প্রথমে জেলা প্রশাসন ও ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপ-পরিচালক তমান্নাজ খন্দকার, ঝিনাইদহ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
এছাড়াও সরকারি, বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় সমাজে নারীর ক্ষমতায়ন যথেষ্ট গুরুত্ব পেয়েছে। সরকার নারী নীতির বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
এদিকে শহরের পায়রা চত্বরে মানবাধিকার ফোরাম ঝিনাইদহ সহ বিভিন্ন সংগঠন এবং সংস্থার উদ্যোগে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।