dav
ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয় অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ডাঃ রেজা সেকেন্দার, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, উই’র শরিফা খাতুন প্রমুখ।
মানববন্ধনে সরকারি, বেসরকারি অফিস সহ বিভিন্ন শ্রেণির মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ করে।
আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয় অধিদপ্তর ঝিনাইদহ।