আত্মহত্যা মহাপাপ, দোজখই একমাত্র ঠাই; এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে আত্মহত্যার কারণ ও প্রতিরোধের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এডাব জেলা শাখার আয়োজনে বুধবার (২৬অক্টোবর) সকালে ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পদ্মাকর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনিরা বেগম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম শাহীন,জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ শেখ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, এডাব এর বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম, এসডাপ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান, বেসরকারী সংস্থা শোভা’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শেল্টার সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম প্রমূখ। সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন শোভা’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। সেমিনারে সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, শ্রমিক, গৃহিনীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
বক্তাগন বলেন,আত্মহত্যা মহাপাপ, দোজখই একমাত্র ঠাই; এই বিষয়টি নিয়ে আত্মহত্যার কারণ ও প্রতিরোধের উপায় শীর্ষক বিভিন্ন বিষয় তুলে ধরেন।