ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ৯নং পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার টাঙানো ও লিফলেট বিতরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে, সদর উপজেলার ১৭টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পারভেজ মাসুদ লিল্টন, পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিকাশ কুমার বিশ্বাস, হরিশংরকরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, মধুহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুয়েল, গান্না ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন সহ বিভিন্ন শাখার নেতা-কর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, একটি কু-চক্রী মহল ইউপি নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের বিরুদ্ধে রাতের আধারে আপত্তিকর পোস্টার টাঙিয়েছে। উদ্দেশ্যে প্রণোদিত বানোয়াট কাহিনী অপপ্রচার চালাচ্ছে। এঘটনার তিব্র নিন্দা জানাই। অবিলম্বে এর সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।