ঝিনাইদহে ১৫২জন দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
কাজী মোহাম্মদ আলী পিকু, ঝিনাইদহঃ
‘ভীড়ে নয়, নীড়ে থাকুন, করোনা থেকে মুক্ত থাকুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর এক ভিন্নধর্মী উদ্যোগে ১৫২ জন দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টার সময় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে করোনা দুর্গত,দুস্থ ও অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতে সিএস আর উইন্ডো ও ডানো মম প্রজেক্টের মাধ্যমে এক কৌটা দুধসহ ১৫২ জন মায়েদের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার তুলে দেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মাসুদ আহমেদ সন্জু ,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ডা: হাসানুজ্জামান, ডা: জাকির হোসেন, ডা: লিমন পারভেজ, কথন সাংস্কৃতিক সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও সিএস আর উইন্ডো বাংলাদেশের ঝিনাইদহ জেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রতাপ বিশ্বাস সহ স্বেচ্ছাসেবকবৃন্দ । শিশু ও তাদের মা’দের স্বাস্থ্য সুরক্ষার জন্য ডানো গুড়া দুধ, স্যানেটারি ন্যাপকিন, বিস্কুট, সাবান, চিনি, সেমাই,ঔষধসহ ঈদ উপহার পেয়ে আগত মায়েরা সন্তুষ্টি প্রকাশ করেন।