ঝিনাইদহ সদরের পাগলা কানাই ইউনিয়নে কোরাপাড়ার বাসিন্দা শুকোরন নেছা ৩ বছর যাবত জরায়ুর নাড়িতে কান্সার আক্রান্ত হয়ে অসুস্থ মানবেতর জীবন যাপন করছে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। সরেজমিনে দেখা যায়,শুকোরন নেছা ছোট একটি ঝুপড়ি টিনের ঘরে থাকেন।
শুকোরন নেছার স্বামী মোঃ আব্দুস সাত্তার,তিনি ঝিনাইদহ জেলা হকার্স শ্রমীক লীগের সভাপতি ও পাগলা কানাই ইউনিয়ন আওয়ামী লীগরে ০৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক,পেশায় হকারি করে ফল বিক্রি করেন। তিনি ঝিনাইদহের কন্ঠকে জানান প্রায় ৩০ বছর যাবত বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতির সাথে সংযুক্ত। তার স্ত্রী শুকোরন নেছা বিগত ৩ বছর যাবত কান্সারে আক্রান্ত। প্রথমদিকে বহু ধার দেনা করে তার স্ত্রীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি সহ চিকিৎসা চালিয়ে গেছেন।ইতিমধ্যে বেশ কয়েকটি কেমো দেওয়া হয়েছে। কিন্তু কেমো থেরাপির শেষ পর্যায়ে টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারেননি। শুকোরন নেছার পরিবারে দুই ছেলে, একজন রাজমিস্ত্রি অন্যজন চটপটির দোকানে কাজ করে দিন আনে দিন খায়।
একটি মেয়েকে বিয়ে দিলেও তার অসুস্থতার জন্য মেয়ে বাড়িতে থেকে সেবা যত্ন করে। শুকোরন নেছা খুব বেশী অসুস্থ হয়ে পড়লে এ মাসের প্রথম সপ্তাহে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা তাকে পুনরায় মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু অভাবের সংসারে শুকোরন নেছার নিয়মিত ঔষধ কিনে খাওয়ানোর ক্ষমতায় নেই আব্দুস সাত্তারের,সেখানে আবার স্ত্রীর ঢাকায় চিকিৎসা বা কেমো দেওয়ার ব্যবস্থা করবেন কিভাবে। শুকোরন নেছা জানান,জরায়ুর নাড়িতে কান্সার প্রাথমিক পর্যায় থেকে তিনি চিকিৎসা করেন কিন্তু অভাবের তাড়নায় পরবর্তীতে তা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। প্রথমে কিছুটা সুস্থ ছিলেন এখন আবার পেটে প্রচন্ড ব্যথা-যন্ত্রণাসহ শারীরিকভাবে নানা সমস্যায় ভুগছেন তিনি।
ঝিনাইদহ ট্রাক টার্মিনাল শ্রমীক লীগের সভাপতি মোঃ আব্দুল গফুর জানান,আব্দুস সাত্তার দীর্ঘদিন আমাদের আওয়ামী রাজনীতি করেন,শ্রমীকদের বিপদে আপদে এগিয়ে যায়,কিন্তু দারিদ্রতা আর আর্থিক কষ্টে তার স্ত্রীর চিকিৎসা করাতে পারছেনা। আমরা প্রথমে কিছু টাকা দিয়ে সহযোগীতা করেছিলাম কিন্তু তাতে পুরোপুরি চিকিৎসা করানো যায়নি। বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঝিনাইদহ শাখার সাধারন সম্পাদক মোঃ শাহীদুর রহমান (সন্টু) জানান,আব্দুস সাত্তার তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন যাবত মানবেতর জীবনযাপন করছে,মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি প্রকৃতই সহযোগীতা পাওয়ার যোগ্য।
মোঃ আব্দুস সাত্তার তার স্ত্রীর জরুরীভাবে চিকিৎসার জন্য সরকার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ দেশের সবার কাছে আর্থিক সহযোগীতা চেয়েছেন। শুকোরন নেছার চিকিৎসায় আর্থিক সহযোগীতা পাঠানো যাবে,শুকোরন নেছা, হিসাব নং- ২৪০৭৫০১০৩৫২১৫, সোনালী ব্যাংক লিঃ, ঝিনাইদহ শাখা অথবা বিকাশ ০১৯৯০-২৩৮৫০৯ (রোগীর মেয়ে)।