ঝিনাইদহে মহামারী করোনায় আক্রান্ত মুমুর্ষ রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য সহায়ক উপকরণ প্রদাণ করেছে অফিসার্স ফোরাম। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খাঁন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন-অর-রশিদ, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ।
অফিসার্স ক্লাবের পক্ষ থেকে করোনা রোগীদের অক্সিজেন গ্রহণের জন্য ২০০টি এনআরবি মাস্ক ও ১৩৪টি পালস অক্সিমিটার প্রদাণ করা হয়।