ঝিনাইদহের কোটচাঁদপুরে আনন্দমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠার নান্দনিক শব্দ মিলেমিশে একাকার হয় নৌকা বাইচ এলাকা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল নজরকাড়ার মতো।
সোমবার বিকালে শিঙ্গিয়া গ্রামের হালদার পাড়া যুব সংঘের উদ্দ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ৮ টি নৌকা অংশগ্রহন করে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে বাঁওড়ের দুই পাড়ে।বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই নৌকা বাইচের শুভ উদ্বোধন করেন বলুহর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা নজরুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।