ঝিনাইদহের হলিধানীতে যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
খাইরুল ইসলাম, হলিাধানী প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি সহযোগিতায় ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুনুর রশিদের উদ্যোগে ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় হলিধানী ইউনিয়ন পরিষদে এই কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসেম মিয়া, কাতলামারী ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ আনিচুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পারভেজ আলম, ৪নং ওয়ার্ডের মেম্বার আবুল মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।