ঝিনাইদহ সদর উপজেলার ১০নং হরিশংকরপুর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ১ কোটি ৪লক্ষ ৩০ হাজার ২’শ ৯০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯মে) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইব্রাহীম মিয়া এ বাজেট ঘোষণা করেন। উন্মুক্ত বাজেটে নিজস্ব আয় ১১ লক্ষ ৬৪ হাজার, কর্মকর্তা কর্মচারী বাবদ সরকারী অনুদান ২২ লক্ষ ৬৬ হাজার ২’শ ৯০টাকা, উন্নয়ন বাবদ সরকারী অনুদান ৭০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজেট সভা পরিচালনা করেন ইউপি সচিব ছাব্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর হোসেন, আবু আলম বিশ্বাস, রাজু বিশ্বাস, মহিলা সদস্য নাছিমা খাতুন, সালমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেট সভা শেষে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ইব্রাহীম মিয়া।