ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযাহ উপলক্ষে ভিজিএফ’র চাউল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপি ইউনিয়ন পরিষদ চত্বরে এ দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে চাউল বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা শুধাংস শেখর, ইউপি সচিব সাবদার আলী, হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের আইসি এএসআই মঈন উদ্দিন সহ পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
ইউনিয়নের ১হাজার ৭শত ৮৫জন অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল ও নিজ উদ্যোগে ইউনিয়নবাসীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা।
ঈদ-উল-আযাহকে সামনে রেখে সহায়তা পেয়ে খুশি এসব মানুষ।
এছাড়াও দায়িত্ব নেওয়ার পর থেকে, ইউনিয়নের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে চলেছেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম।