ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভবানীপুর বাজার সংলগ্ন মোঃ আহম্মদ মিয়ার পানক্ষেতের লাইন গতকাল রাত্রে কে বা কাহারা কেটে দিয়েছে।আহম্মদ মিয়া সকালে পান ভাঙ্গার জন্য পানক্ষেতে আসলে দেখতে পাই পানের লাইন এলোমেলো।
তার মনে সন্দেহ জাগলে সে লাইট মেরে দেখে তার পানক্ষেতের প্রতিটা লাইন কাটা।সে এই দৃশ্য প্রথমে স্হানীয় মানুষদের ডেকে দেখায়।স্থানিয়রা তাকে পুলিশের কাছে অভিযোগ দিতে বলে ।তিনি ভবানীপুর পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে,এস আই মোহাম্মদ বাবলু মিয়া জানাই এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা নিবেন।এদিকে আহম্মদ মিয়ার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন নির্বাচনীয় পক্ষে, বিপক্ষের জের ধরে ঘটনাটি ঘটেছে।সে এই মর্মান্তিক ঘটনার বিচার চাই, এমন ঘটনা যেন আর না ঘটে।