ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় ১ যুবক নিহত
তাপস কুন্ডু,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় রেডেক্স কুরিয়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মোটর সাইকেল যোগে হরিণাকুন্ডু থেকে ঝিনাইদহে যাচ্ছিল রেডেক্স কুরিয়ার সার্ভিসের কর্মী রাহুল হোসেন (২১) রাতুল (২২) ও তার প্রতিবেশী প্রান্ত। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাতুল ও প্রান্ত গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষনা করে। আহত প্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।