ঝিনাইদহের হরিণাকুন্ডুতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের একটি ধান ক্ষেত থেকে আলামিন হোসেন (৩০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভবানীপুর গ্রামের দোয়ারমাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আলামিন ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে। এ ঘটনায় চম্পা খাতুন ও পারুলা খাতুন নামের ২ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, ভবানীপুর গ্রামের দোয়ারপাড় মাঠের একটি ধান ক্ষেতে আলামিনের অর্ধ গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।