ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার স্থানীয় ভাতুড়িয়া স্পোটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে কুল্লগাছা ভাতুড়িয়া স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ৪দলের এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় কিংস ফাইটার ক্লাব ৩-১ গোলে ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলার উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলসী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, সিনিয়র সাংবাদিক প্রভাষক শাহানুর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্পোটিং ক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক তুষার, যুবনেতা সাইদুর রহমান বিটু প্রমূখ। খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক এবং সন্ত্রাসী কার্যকলাপ থেকে দুরে রাখতে হবে, ক্লাবে শুধু খেলাধোলাই নয় সকল ভালকাজের সাথে নিজেদের সম্পৃক্ত করার আহবান জানান।