ঝিনাইদহের সদর হাসপাতালে করোনা রোগীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-আযহা। ঠিক এমন একটি আনন্দের দিন যদি রোগীসহ তার স্বজনদের হাসপাতালের বারান্দায় কষ্টে দিন কাটে তবে কেমন অনুভূতি হয়?
সেই নিরানন্দ রোগী ও তার স্বজনদের মুখে হাসি ফোটাতে ঈদের নামাজ পড়েই সুস্বাদু মিষ্টান্ন নিয়ে হাসপাতালের বিছানায় উপস্থিত হন মানবতার ফেরিওয়ালা ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগী ও তার স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মেয়র সাইদুল করিম মিন্টু। এমন অভিনব মানবিক কাজের প্রশংসা করে হাসপাতালে রোগীর স্বজনেরা বলেন,আমরা ভাবতেও পারিনি আমাদের জন্য কেউ এভাবে ভাববেন। সত্যিই আমরা ঈদের দিন নিরানন্দ হৃদয়ে আনন্দ খুজে পেয়েছি। মহান এমন একজন মানবিক নেতা পেয়ে আমরা চির কৃতজ্ঞ।