শিহান জুয়েল স্মৃতি ১ম কারাতে সেমিনার ও চ্যাম্পিয়নশিপ ২০২২ যশোর জিমনেশিয়াম ঝিনাইদহ সোতোকান কারাতে দো-ঝিনাইদহ সেমিনার ও কারাতে চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে মিফতাহুল জান্নাত ও তাহামিদ আহমেদ আবারার তিনটি পদক অর্জন করেছেন।
মিফতাহুল জান্নাত মহিলা বিভাগে একক কাতা ও ৫৫ কেজি ওজন শ্রেণী কুমিতে প্রতিযোগিতায় অংশগ্রহন করে ২য় হয়ে দুটি সিলভার পদক অর্জন করে। ছোটদের একক কাতা প্রতিযোগিতায় তাহামিদ আহমেদ আবারার ৩য় হয়ে ব্রোঞ্জ পদক পায়। দীর্ঘদিন পর ঝিনাইদহ সোতোকান কারাতে দো নতুনভাবে শুরু করার পর প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণে ছেলে-মেয়েদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন প্রশিক্ষক কাজী আলী আহাম্মেদ লিকু।
এসময় জাপানি কারাতে প্রশিক্ষক শিহান তেতসুরু খিতামুরা ঝিনাইদহের পদক অর্জনকারীদের অভিনন্দন জানায়।